মতবিনিময়-উচ্চ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্যের মতবিনিময়।

মতবিনিময়-উচ্চ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্যের মতবিনিময়।

views February 19, 2024

উন্নত জাতির দর্পণ হল শিক্ষাপ্রতিষ্ঠান। সমৃদ্ধ ও উন্নত আগামী গড়তে বর্তমানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, এর  মানোউন্নয়ন এবং আধুনিকায়নও অনেক গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যকে সামনে রেখে  ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া(ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়)  উচ্চ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায়  আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.  সকাল ১১.০০ টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের  অধ্যক্ষ এবং উপাধ্যক্ষগণের সহিত  বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একটি মতবিনিময়  সভা করেন। সভায় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়গণ অত্যন্ত আগ্রহের সাথে নিজেদের মতামত ব্যক্ত করেন।  বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও স্প্রিং – ২০২৪ সেমিষ্টারের ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহ আলমের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মেরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো মোস্তফা জালাল প্রমুখ।

Notice