Department of Electrical and Electronic Engineering (EEE)

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

views November 13, 2021

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত।

আজ ১১ নভেম্বর ২০২১ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি জনাব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফারুক আহম্মদ উল্লা খান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর কাজী মোহাম্মদ মোস্তফা জালাল এবং পরিচালক অর্থ (অতিরিক্ত দায়িত্ব) ও রেজিষ্ট্রার খন্দকার এহসান হাবীব। সভায় আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি জনাব সৈয়দ এখতেশামুল বারী তানজিল।