ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ৪র্থ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ৪র্থ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।
আজ ১৩ নভেম্বর ২০২১ ইং তারিখ সকাল ১১.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফারুক আহম্মদ উল্লা খান এর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ এবং ট্রাস্টি প্রফেসর ড. দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মোহাম্মদ মোস্তফা জালাল, ইউজিসি মনোনীত অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার জনাব মোঃ আশরাফুল আলম। সিন্ডিকেট সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব খন্দকার এহসান হাবীব।