বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন উদযাপন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন উদযাপন।

views March 26, 2022

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন উদযাপন।

আজ ১৭ মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সকাল ১০.৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক পুষ্পকস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এইসময় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফারুক আহম্মদ উল্লা খান এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ মেরাজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিসেস ফাহমিদা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দরাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর ধারাবাহিকভাবে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) এর ছাত্র ছাত্রীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিচারণে একটি দেওয়ালিকা প্রকাশ করেন এবং এর শুভ উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহিউদ্দিন মাহিন, বনলতা আক্তার, সাদিয়া জাহান মীম, জামিলা আক্তার বন্যা, সাদিয়া বেগম, এবং ফারহিন জাহান-এর সমন্বয়ে দেয়ালিকাটি তৈরী হয় এবং এর সার্বিক তত্ত্বাবধান করেছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ইংরেজি বিভাগের লেকচারার জনাব ইমতিয়াজ মাহমুদ রিফাত।অতঃপর সকাল ১১.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতির পিতার শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবৃত্তি ও দেশাত্মবোধ গান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের নানা প্রাণবন্ত আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুবই উৎসবমুখরভাবে জাতির পিতার শুভ জন্মদিন উদযাপিত হয়।










Notice